চট্টগ্রামে কপ-২২ জলবায়ু সম্মেলন, জলবায়ুর ন্যায্যতার প্রাচারাভিযান সম্পন্ন

  04-12-2016 07:41PM

পিএনএস, চট্টগ্রাম: মরক্কোর মারাক্কাস শহরে অনুষ্ঠিত কপ ২২ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ুর ন্যার্যতার দাবীতে বিগত ৬ ডিসেম্বর ২০১৬ থেকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলিতে জলবায়ু সম্মেলনে ন্যায্যাতা দাবী করে তরুনদের মাধ্যমে প্রচারানা কর্মসুচি পরিচালিত হয়।

কর্মসুচির মধ্যে ছিল দাবির স্বপক্ষে সেলফি ক্যাম্পাইন, সেলিব্রিটি ভিডিও, কাট আউট সেলফি এবং তারুন্য সম্মিলন। যার সমাপ্তি ঘটে বিগত ২৯ নভেম্বর ২০১৬ইং নগরীর চান্দগাঁওস্থ সিডিএ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এ প্রচারনা কর্মসুচি পরিচালনা করেন এবং এ প্রচারনা কর্মসুচিতে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম, ক্লিন খুলনা ও সিএসআরএল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কপ-২২ উপলক্ষে অনুষ্ঠিত তারুন্য সম্মিলনে বিভিন্ন বক্তাগন শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্রীন হাউজ গ্যাস নির্গমন ব্যাপক হারে কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা, নির্গমন কমানোর হার যাচাই করার জন্য শক্তিশালী আইনী ব্যবস্থা ও পরিবীক্ষন ব্যবস্থা গড়ে তোলা।

প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপুর্ন দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত খাতে ঋনদান বন্ধ করা, সবুজ জলবায়ু তহবিলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির অংশগ্রহন নি্শ্চিতকরা, আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা বরাদ্দ প্রদান ও তহবিল ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলি সক্ষমতা বৃদ্ধির জন্য আর্ন্তজাতিক সহযোগিতা নিশ্চিত করা, জলবায়ু বাস্তচ্যুতদের উন্নতদেশে স্বাধীন ও মর্যদাপুর্ন অভিভাবসনের অধিকার দেয়া, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে ক্ষয় ক্ষতি মোকাবেলার জন্য একটি আর্ন্তজাতিক তহবিল গঠন করা, স্বল্পোন্নাত ও ঝুঁকিপুর্ণ দেশগুলোর চাহিদার উপর গুরুত্বারোপ করে বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করা, ক্ষুদ্র ও প্রান্তি নারী কৃষকদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সহায়তার জন্য বিশেষ তহবিল বরাদ্দ রাখাসহ ১১টি দাবি জানানো হয়।

তারুণ্য সম্মিলনে অন্যান্যদের মধ্যে হাজেরা তজু বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দীন খান, আইএসডিই বাংলাদেশ নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মানিক চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দীন, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা প্রনব বিশ্বাস, মাস্টার ইউসুফ, তরুন সমাজকর্মী এনামুল হাসানসহ কলেজের বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীবৃন্দ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন