ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাস ছিটকে পড়ে আহত ৪

  06-12-2016 12:57PM


পিএনএস, গাজীপুর: গাজীপুরের ইজ্জতপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চারজন যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ইজ্জতপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন আরিফ হোসেন (২৪), রফিক মিয়া (২৪), সালমা আক্তার (২২) ও শামসুন্নাহার (২৩)। তারা সকলেই স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিক।

শ্রীপুর স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, বাসটি রেললাইন ক্রস করার সময় একটি চলন্ত ট্রেন বাসটির পিছনদিকে ধাক্কা দিলে বাসটি ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ছয়জন। বাসচালক ও একজন যাত্রী অক্ষত রয়েছে। আর বাকি চারজন আহত হয়েছেন। গুরুতর আহত আরিফ ও রফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ইজ্জতপুর স্টেশনটির কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। তা ছাড়া ইজ্জতপুর বাজারের রেলক্রস এলাকায় কোনো গেটম্যান বা সিগনাল বার নেই। ফলে বাসচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন