গাইবান্ধায় নকলনবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  06-12-2016 05:02PM

পিএনএস, গাইবান্ধাঃ বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। মঙ্গলবার তৃতীয়দিনের মত গাইবান্ধা জেলা রেজিষ্ট্রি অফিস চত্বরে কর্মবিরতি পালিত হয়।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি মোজাফ্ফর হোসেন দুলু, সদর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আব্দুল জোব্বার সরকার, নুরে আফরোজ শিউলি, মামুন চৌধুরী, শামিম মিয়া, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, নার্গিস আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, নকলনবিশরা গত ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা আরও বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার বাস্তবায়নের জন্য তাদের চাকরি স্থায়ী করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দেন।


পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন