গাইবান্ধায় আইসিটি কেরিয়ার ক্যাম্প অনুষ্ঠিত

  06-12-2016 05:10PM

পিএনএস, গাইবান্ধাঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষিত বেকার যুবকদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে গাইবান্ধায় এক আইসিটি কেরিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন এর আয়োজন করে। মঙ্গলবার গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই ক্যাম্পে সহযোগিতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও এলআইসিটি।

‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার ‘এই শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত এই আইসিটি কেরিয়ার ক্যাম্পে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম। এটি পরিচালনা করেন আব্দুর রউফ, মৌরী সামাদ মৌ। এ উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা এবং র্যা ফেল ড্র’র ও আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারী থেকে গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হচ্ছে ৬ মাস মেয়াদী এই আইসিটি কেরিয়ার কোর্স। প্রতিটি ব্যাচের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। এই কোর্সে জেলার প্রায় ২০ হাজার শিক্ষিত বেকার যুবককে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।


পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন