পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

  07-12-2016 11:49AM


পিএনএস, রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশায় নৌ-রুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘণ্টা দুই পর কুয়াশা কেটে যাওয়ায় যথারীতি ফেরি চলাচল শুরু হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে শতাধিক এবং পাটুরিয়া ঘাটে শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে অপেক্ষমাণ গাড়ির সংখ্যা কমছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন