মাদারীপুরে কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ

  07-12-2016 03:56PM

পিএনএস: মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে কলেজের সকল কার্যক্রম স্থগিত করে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় সংহতি প্রকাশ করে উপজেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে মিছিলটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পলাশ, একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার।

শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন বশির আহমেদ, কলেজ সরকারিকরণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক শিক্ষক আবু আলম। সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন ও পৌর মেয়র এনায়েত হোসেন।

সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করার প্রাথমিক কর্মসূচি ঘোষণা করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন