প্রেসক্লাবে হামলার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ সমাবেশ

  07-12-2016 08:39PM

পিএনএস: ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন পটিয়ায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার (০৭ ডিসেম্বর) পটিয়া থানার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী।

সাংবাদিক আহমদ উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শরীফ চৌহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, ব্যবসায়ী জামাল উদ্দিন, পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, উপজেলা শিক্ষক সমিতির মাস্টার শ্যামল দে, জেলা বর্ণরেখা খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, যুবলীগ নেতা ওসমান আলমদার প্রমুখ।

কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন আবদুর রাজ্জাক, এটিএম তোহা, শফিউল আজম, আবেদুজ্জমান আমিরী, রবিউল হোসেন, গোলাম কাদের, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, তাপস দে আকাশ, ওবায়দুল হক পিবলু, সঞ্জয় সেন, আবদুর রশীদ আইয়ুব প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব ও কর্মরত সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা দুঃসাহস দেখিয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলায় জড়িত সব দুষ্কৃতকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন