শেরপুরে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি

  07-12-2016 08:52PM

পিএনএস, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম গত মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে সেচ পাম্পের জন্য পল্লী বিদ্যুতের উক্ত ট্রান্সফরমারগুলো বসানো হয়। কিন্তু গেল সোমবার রাতের আঁধারে সংঘবদ্ধ চোরদল হানা দিয়ে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে যায়। খোয়া যাওয়া ট্রান্সফরমারগুলোর মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে কৃষক জাহাঙ্গীর আলম দাবি করেন।

এদিকে ট্রান্সফরমার ও মিটার চুরির সঙ্গে স্থানীয় বিদ্যুত বিভাগের কতিপয় অসাধু কর্তারা জড়িত রয়েছেন বলে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পল্লী বিদ্যুত সমিতির শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, এই চুরির ঘটনাটি তাঁর জানা নেই। তবে বছরের মাঠ ফাকা থাকায় এই সময়ে চুরির ঘটনা বৃদ্ধি পায়। তাই সেচ পাম্প মালিকদের আরও সচেতন হতে হবে। প্রয়োজনে রাতের বেলায় পাহারা বসানোর পরামর্শ দেন এই কর্মকর্তা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন