জমি নিয়ে বিরোধ; নিহত মহিলাসহ ২

  08-12-2016 01:07AM

পিএনএস, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মহিলাসহ ২ জন মারা গেছে। বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাসশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল করিমের ছেলে হযরত আলী (৬০) ও সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাগরপুর উপজেলার খাসশাহজানী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী ও তার ছোট ভাই সোলেমানের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় হযরত আলী সোলেমানের স্ত্রী সাজু বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে সাজু বেগম ঘটনাস্থলেই নিহত হন। পরে ক্ষিপ্ত হয়ে সোলেমান তার বড় ভাই হযরত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভারড়া ইউনিয়নের খাসশাহজানী গ্রামে এ পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ বিরোধের জের ধরে মহিলাসহ দুইজন নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই ঘাতকরা পলাতক রয়েছে। সে কারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন