চট্টগ্রামে 'জঙ্গি আস্তানায়' অভিযান চালাচ্ছে র‌্যাব

  08-12-2016 10:15AM

পিএনএস, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব।

বাড়িটিতে জঙ্গি রয়েছে সন্দেহে র‌্যাব-৭ বৃহস্পতিবার ভোর থেকে এ অভিযান পরিচালনা করছে।

র‌্যাব-৭ এর পরিচালক মিফতা উদ্দিন আহমেদ জানান, তারা যেখোনে অভিযানে গেছেন সেটি একটি দোতলা বাড়ি। বাড়িটির ভেতর থেকে দরজা বন্ধ। তিনি জানান, বারবার দরজা খুলতে বলা হলেও ভেতরের কেউ দরজা খুলছে না। এই অবস্থায় র‌্যাব সদস্যরা বাড়িটির বাইরে অবস্থান নিয়ে আছেন বলেও জানান মিফতা উদ্দিন আহমেদ।

বাড়ির ভেতরে কতজন আছেন, তাদের সাংগঠনিক পরিচয় কী, সে বিষয়ে অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

মিফতা উদ্দিন আহমেদ জানান, ‘বাড়িটি কার, সে বিষয়ে এখনও আমরা জানতে পারিনি। তবে সেখানে যে জঙ্গি আছে, সে বিষয়ে আমরা নিশ্চিত।’ তিনি বলেন, ‘জঙ্গিরা ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ধারণা তারা ধরা না দিয়ে আত্মাহুতি দেয়ার চেষ্টা করছে।

এর আগে ভোরে নগরীর একে খান এলাকা থেকে অস্ত্রসহ দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। মূলত তাদের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে এ অভিযান চালানোর কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন