গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

  09-12-2016 06:18PM

পিএনএস: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সম্পাদক সঞ্জয় কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকার, পৌর কাউন্সিলর সাবিনা আকতার, আইরিন আক্তার শিল্পী, ভিডিপি ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজা রাম সাহা। আলোচনা শেষে গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২০১৬ সালের জয়িতারা হলেন মমতাজ বেগম (অর্থনৈতিক সাফল্য), ডলি রানী বনিক (শিক্ষা সাফল্য), রিনা বেগম (জীবন যুদ্ধ), নার্গিস বেগম (সমাজ উন্নয়ন) এবং রমা রানী নাথ (সফল জননী)।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন