সীমান্তে ৬ বাংলাদেশী আটক

  10-12-2016 12:52AM

পিএনএস, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মুন্সীপুর ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার ফুকরা গ্রামের রব্বানির ছেলে তৈয়ব আলী (১৮), একই গ্রামের মান্নান সরদারের ছেলে নুর মোহাম্মদ সরদার (৩০), একই উপজেলার সারাকান্দি গ্রামের আবুল বাশারের ছেলে সুজন মোল্লা (৩৭), রামদিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে রকিবুল (৩০) বারেক শেখের ছেলে জাকির শেখ (৪৫) ও নড়াইল জেলা সদরের মির্জাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে লিটু শেখ (৩২)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, শুক্রবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তের ৯২ নম্বর প্রধান পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মুন্সীপুর কোম্পানী কমান্ডার ওহিদুলসহ একদল বিজিবি সদস্য তাদেরকে আটক করে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন