গাজীপুরে পোশাক কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ২

  10-12-2016 01:12AM

পিএনএস, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার কনফিডেন্স নিটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যানসহ আহত হয়েছেন ১১ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিহাদ সাংবাদিকদের বলেন বলেন, ‘উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দক্ষিণ ধনুয়া) এলাকার কনফিডেন্স নিটওয়্যার লিমিটেডের ফিনিশড গুডসের গুদামে আগুনের সূত্রপাত হয়। তিন তলা ভবনের নিচতলার এ গুদামটিতে রপ্তানির অপেক্ষায় থাকা উৎপাদিত পণ্য রাখা ছিল। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ’


এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান স্টেশন অফিসার জিহাদ। তিনি আরো জানান, পানি সরবরাহ অপ্রতুল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ারম্যান জহিরুল ইসলামসহ (৩৫) ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের পরিচয় জানা যায়নি। বাকি ছয়জন হলেন- আয়রন সুপারভাইজার তপু মিয়া (৩০), শ্রমিক সোহরাব হোসেন (৩৪), বাদল মিয়া (৩০), বকুল মিয়া (২৬), আবুল কালাম (৩০) ও আমিনুল ইসলাম (২৮)।

স্টেশন অফিসার জানান, আহতদের তানিয়া হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন