সরাইলে উন্নয়ন মেলা সমাপ্ত

  11-01-2017 08:42PM

পিএনএস, মো:রাকিবুর রহমান রকিব সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার বিকালে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সমাপনি অনুষ্ঠানে উন্নয়নের মহা উৎসব সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কার্যক্রম জনগনের সামনে তুলে ধরেন। তিনি এসময় ৩৭টি স্টলে এবং লাঠি খেলা,আসলী মোরগের লড়াই ,সাংবাদিক,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন সাধারনের মাঝে খেলাধুলা কওে আনন্দ উপভোগ করেন এবং বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, উপজেলা কমিশনার(ভুমি) মৌসমী বাইন হীরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মজিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাএী ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে গত৯জানুয়ারী সোমবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে উন্নয়ন মেলা উদ্বোধন কালে উপজেলা চত্বরে ডিজিটাল পর্দায় স্থানীয় এমপিসহ বিভিন্ন স্তরের লোকজন উক্ত উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বেলন উড়িয়ে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন