‘এমপি লিটনের খুনিদের রেহাই নেই’

  12-01-2017 02:20AM

পিএনএস, সুন্দরগঞ্জ : উগ্র জঙ্গীবাদের আশ্রয় নিয়ে সুপরিকল্পিতভাবে এমপি লিটনকে খুন করা হয়েছে। যারা তাকে খুন করেছে তারা যত ক্ষমতাধরই হউক না কেন, ছাড় পাবে না। প্রচলিত আইনের মাধ্যমেই তাদের শাস্তি পেতেই হবে।

বুধবার সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের কবর জিয়ারত করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি সাংবাদিকদের বিফ্রিংকালে এ সব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সুন্দরগঞ্জে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ও তার পরবর্তী সময়ে ৪ পুলিশ হত্যা, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান মামুন ও রিকসা চালক শরিফুল ইসলামকে হত্যাসহ ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত যে সকল জামায়াত-শিবিবের আসামি আইনের ফাঁক ফোকরে জামিনে এসে এমন হত্যাকান্ডসহ নাশকতা চালাচ্ছে। এ সরকার তাদের কোন অবস্থাতেই রেহাই দেবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকুন।

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ড যেন তেন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার বিষয়টি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দেখছে। খুনিরা কোনো অবস্থাতেই রেহাই পাবে না।

এর আগে তিনি নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের কবরে পুষ্প স্তবক অর্পন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা লুৎফা। পরে তিনি নিহত এমপি লিটনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন