বরিশালে টাউট-বাটপারদের স্থান হবে না

  12-01-2017 08:58PM

পিএনএস : বরিশালের কোন থানায় টাউট-বাটপারদের স্থান হবে না বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া পাইলট বিদ্যালয় মাঠে আইন-শৃংখলা বিষয়ক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

প্রধান অতিথি বক্তৃতায় ডিআইজি আরো বলেন, জনগনের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়। আর সেই পুলিশ যদি জনগনের সেবা না দেয়, তাহলে তাকে তাৎক্ষণিক ওই থানা থেকে প্রত্যাহার করা হবে।

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির এ দেশে ঘাঁপটি মেরে বসে আছে। তারা এই দেশকে আফগানিস্তান বানাতে চায়। তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না।

উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের সঞ্চালনায় সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, বানারীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যান্যরা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন