মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তাদেরকেসহযোগীতা করা আমাদের একান্ত কর্তব্য : খবিরুজ্জামান

  12-01-2017 10:15PM

পিএনএস, এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দৈনিক খুলনাঞ্চলের প্রধান সম্পাদক ও বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুজ্জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তাদের-কে সহযোগীতা করা আমাদের একান্ত কর্তব্য। মুক্তিযোদ্ধারা যদি স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো তাহলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আর স্বাধীনতা অর্জন করতে না পারলে আমরা বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতাম না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নিজেস্ব কার্যালয়ে দু”শতাধিক শীতার্থ মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্যকন্যা দেশরতœ শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এখন মধ্যময়ের দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দেওয়া ২০২১ ভিশন বাস্তবায়ন করার জন্য দলমত ধর্মবর্ণ সকলকে একযোগে দেশের উন্নয়নে এগিয়ে আশা জরুরী বলেও তিনি মন্তব্য করেন। একটিভ ফ্রেন্ডস এর সভাপতি কাজি রিয়াজ উদ্দিন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু। ক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ কাজি মোঃ ইয়াছিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, মুক্তিযোদ্ধা আবুবক্কর আবু, মোঃ আবু জাফর, আলাউদ্দিন আলী, রবিন কুমার মন্ডল, নিত্যনন্দ রায়, চলন্তিকা যুব সোসাইটির বাগেরহাট শাখার জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার হালদার, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ শরীফুল ইসলাম, আসাদুজ্জামান ও ম্যানেজার নজরুল ইসলাম। এসময় শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন