কাহারোলে দিন দিন চীনা কমলার দাপটে ভারতীয় কমলা উধাও হয়ে যাচ্ছে

  13-01-2017 04:56PM

পিএনএস, কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি : কমলা শীতকালীন ফল হিসেবে দেশের সর্বত্র তথা দিনাজপুরের কাহারোলের মানুষের কাছে জনপ্রিয় একটি ফল। এবার শীতের শুরুতে দেশের বিভিন্ন ফলের দোকানে সুদৃশ্য শুতার প্যাকেটে আকারে বাউকুলের মতো চাইনিজ কমলা ফলের দোকান গুলোতে ব্যাপক হারে স্থান করে নিয়েছে। কাহারোলের বিভিন্ন ফল ব্যাবসায়ীরা পিছিয়ে নেই এই চাইনিজ কমলা বিক্রিতে।

কাহারোল উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে প্রতিনিয়ত সরবরাহ এবং বিক্রি হচ্ছে এ কমলা। তবে সংশ্লিষ্ট মহলের মন্তব্য ভারতীয় কমলার চেয়ে এ কমলা পুষ্টি গুন ও সুস্বাদু বেশী তাই দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে দখল করে থাকা ভারতীয় কমলার বাজারে জনপ্রিয়তার ধস নেমেছে চাইনিজ কমলার আমদানীর কারণে। ফল ব্যাবসায়ীরা অনেকেই প্রতি বছরের ন্যায় এবারো ভারতীয় কমলা বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের অর্থাৎ আরতদারদের কাছে পুঁজি বিনিয়োগ করে এখন তার ক্ষতি গ্রস্ত হয়ে চরম ভাবে হতাশায় ভুগছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন