বাউফলে স্লিপ প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ

  13-01-2017 06:07PM

পিএনএস, জাহিদ শিকদার,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান) স্লিপ প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বাউফলের ৫৬টি বিদ্যালয় মেরামতের জন্য স্লিপ প্রকল্প থেকে মোট ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ২৯ নং পশ্চিম ভরিপাশা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম আনোয়ার হোসেন নামমাত্র কাজ করে ভূয়া-বিলভাউচার জমা দিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলন করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আসাদুল হক জুয়েল জানান, প্রধান শিক্ষক এ.বি.এম আনোয়ার হোসেনের কাছে হিসেব চাইলে একেক সময় একেক ভূয়া-বিলভাউচার দাখিল করেন। এমনকি সরেজমিনে তার দেওয়া হিসেবের কোন মিল নেই। তাই আমি তার দেওয়া বিল ভাউচারে স্বাক্ষর করি নাই।

প্রধান শিক্ষক উক্ত টাকারকাজ না করে আত্মসাৎ করেছেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক এ.বি.এম আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন