ফরিদপুরের জসীম পল্লী মেলা

  13-01-2017 08:54PM

পিএনএস: পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী ‘জসীম পল্লী মেলা’ শুরু হয়েছে।

শুক্রবার বিকালে শহরের অম্বিকাপুরে কবির বাড়ির সামনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এ মেলায় ১৬৫টি স্টলে গ্রামীণ সাংস্কৃতির নানা উপাদানের প্রদর্শনী, সার্কাস, পুতুল নাচ, মোটরসাইকেল খেলা, নাগরদোলা ও খাবারের দোকান রয়েছে।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, গোপালগঞ্জের জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর ও কবিপুত্র জামাল আনোয়ার উপস্থিত ছিলেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন