আশুগঞ্জে ৪৭ মেট্রিক টন সরকারি চাল আটকের ঘটনায় কমিটি

  14-01-2017 05:07PM

পিএনএস, মোঃরাকিবুর রহমান রকিব(ব্রাহ্মণবাড়িয়ার) : ব্রাহ্মণবাড়িয়া জেলার, আশুগঞ্জে উপজেলা ৪৭ মেট্রিক টন সরকারি চাল পাওয়ার ঘটনায় তোলপাড় চলছে। র্যাব চাল পরিবহন করে আনা তিন ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার তদন্তে জেলা খাদ্য বিভাগ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে । শুক্রবার সকাল থেকে খাদ্য গুদাম এলাকা ঘিরে রেখেছে র্যাব।

বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার মেসার্স উসমান গণি এগ্রো ফুড নামের একটি চাল বাছাইয়ের মিল থেকে এসব চাল উদ্ধার করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। মিলের সামনে দুটি ট্রাক ও ভেতরে একটি ট্রাকের মধ্যে ছিল সাড়ে ৪৭ মেট্রিক চাল। চালগুলো খাদ্য অধিদপ্তরের বস্তা ভর্তি ছিল। র্যাব এ সময় তিন ট্রাকচালক ইয়াছিন মিয়া (২০), জয়নাল আবেদিন (৩৫) ও হানিফ মিয়াকে (৩৫) আটক করে।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশের পাশাপাশি তারা নিজেরাও তদন্ত করবেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন