স্কুলে অতিরিক্ত ভর্তি ফিস আদায় নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সভা!

  15-01-2017 03:39PM

পিএনএস : আগামী ১৭ জানুয়ারি ২০১৭ইং বিকাল ০৩.০০ সময় চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি, পুনঃ ভর্তি, ছাড়পত্র(টিসি) গ্রহনের সময় অতিরিক্ত ফিস, এসএসসির ফরম পুরনের সময় অতিরিক্ত ফিস আদায় এবং সমাপনী পরীক্ষার সময় নামে-বেনামী ফিস আদায় বন্ধে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারী, সিটিকর্পেোরেশন, সিডিএ, সামরিক, বেসামরিক, স্বায়ত্বশাসিত, ব্যাক্তি উদ্যোগে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান ও শিক্ষা প্রশাসনের সাথে জড়িত সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সামশুল আরেফিন(যুগ্ন সচিব) সভায় সভাপতিত্ব করবেন।

সভায় চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এর প্রতিনিধি সহ বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ সংস্লিষ্ঠ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন