বেনাপোলে শামুকের হাট : নারী-পুরুষের জীবিকা নির্বাহ শামুক কুড়িয়ে

  17-01-2017 12:36PM


পিএনএস, বেনাপোল: প্রকৃতির অপরুপ সম্পদ হাওড়-বাওড় ও জলাশয়ে জন্ম নেয় শামুক। সীমান্ত ঘেরা পল্লী এলাকা হিসাবে খ্যাত যশোরের শার্শা বেনাপোলের গা গ্রাম স্বরুপদাহ ও গোগা বিলপাড়ায় গড়ে উঠেছে এই মিনি শামুকের হাট। বিলের মধ্যে রাস্তার ধারে টোংঘর বসিয়ে চলছে শামুক ক্রয় বিক্রয়। উপজেলার সুবিধা বঞ্চিত অসহায় নারী পুরুষের শামুক কুড়িয়ে চালাচ্ছেন সংসার। জীবন জীবিকা নির্বাহ করছেন তারা। প্রতি কেজি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে শামুক। এলাকার কুড়ানো শত শত মন শামুক যাচ্ছে খুলনা, বাগেরহাট, নোয়াপাড়া সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা শহরে। ব্যবহার হচ্ছে মৎস্য ঘেরে। লাভবান হচ্ছেন ব্যাবসায়ীরা এমনটাই জানান ব্যাবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা।

বিলপাড়ার কোহিনুর ও মরিয়ম বেগম বলেন- শামুক কুড়িয়ে চলছে সংসার, লেখাপড়া ও চিকিৎসা খরচসহ সব খরচ চালাচ্ছেন তারা।

স্থানীয়রা বলেন, নেই কোন কাজ-নিন্মাঞ্চল হওয়ায় ফসলি ক্ষেত অধিকাংশ সময় থাকে পানিতে তলিয়ে। শামুক কুড়িয়ে সংসার চালান তারা।

শার্শা উপজেলার ১৮৩টি গ্রামের মধ্যে বেনাপোল নাভারন বাগআচড়া ছাড়া অধিকাংশ গ্রামই কৃষিপল্লী হিসাবে খ্যাত। তবে নিন্মাঞ্চলের ফসলি ক্ষেত পানিতে তলিয়ে যাওযায় কষ্ট বাড়ে এলাকার মানুষের। হাওড়-বাওড় খাল এলাকার মানুষের শামুক কুড়িয়ে ও মাছ ধরে চলে সংসার। তবে শামুকের ভাল দাম পান না তারা। কম দামে শামুক কিনে লাভবান হচ্ছেন ব্যাবসায়ীরা। খুলনা থেকে আসা শামুক ব্যাবসায়ী আরমান আলী ও মাহবুর হোসেন বলেন, কম দামে শামুক কিনে বেশী দামে বিক্রি করেন। লাভবান হওয়ার সাথে সংসার চলছে ভাল খুশী তারা।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ বলেন, শামুক আমাদের প্রাকৃতিক সম্পদ। আজ অনেক প্রাণী বিলুপ্তি হচ্ছে। শামুক কুড়িয়ে চলছে অনেকের সংসার। কমেছে ঝিনুক। শামুক ঝিনুক চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছেন প্রাণিসম্পদ বিভাগ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন