জেল থেকে ছাড়া পেলেন রসরাজ

  17-01-2017 02:46PM


পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া: জামিনে মুক্ত হয়ে বাড়ির পথে রওনা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাস (২৭)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে তিনি কারাগার থেকে বের হন। রসরাজের বড় ভাই দয়াময় দাস জানান, তারা রসরাজকে নিয়ে গ্রামের বাড়ি হরিপুরে যাচ্ছেন।

প্রসঙ্গত, পবিত্র কাবা শরীফ নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন রসরাজ দাস। এ ঘটনার প্রতিবাদে পরদিন ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে দুটি ইসলামি সংগঠনের পক্ষ থেকে ডাকা সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ নিয়ে দায়ের হওয়া আটটি মামলায় মোট ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন