গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

  17-01-2017 06:06PM

পিএনএস, গাইবান্ধা : বাল্য বিবাহ নিরোধ আইন’১৬ এর বিশেষ বিধান বাতিল ও মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখাসহ অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক জুয়া, নারী-শিশু নির্যাতন বন্ধ ও পর্ণো ওয়েবসাইড বন্ধের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

পরে শহরের ১নং রেলগেটে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সহ-সভাপতি সুভাসিনী দেবী, শামীম আরা মিনা প্রমুখ। বক্তারা অবিলম্বে বাল্য বিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল এবং সেই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলার সচেতনভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা অবিলম্বে যাত্রার নামে অ শ্লীল নৃত্য মাদক জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণের দাবি জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন