মেঘনা নদীর চরে হরিণ উদ্ধার

  18-01-2017 07:06AM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় ভেসে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামালের কাছে উদ্ধারকৃত হরিণটি হস্তান্তর করা হয়।
চর আবদুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন হরিণ জানান, দুপুরে হরিণটিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়ারা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, নোয়াখালী হাতিয়ার নিঝুপ দ্বীপ থেকে হরিণটি ভেসে আসলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের কাছে দেয়। বিকেলে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হরিণটি হস্তান্তর করে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল বলেন, অসুস্থ অবস্থায় উদ্ধারকৃত হরিণটির চিকিৎসা চলছে। এ ব্যাপারে নোয়াখালী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সুস্থ হলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন