চট্টগ্রামে আ’লীগ নেতা কারাগারে

  18-01-2017 07:53PM

পিএনএস: চট্টগ্রাম বন্দরের দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মো. ইলিয়াছ নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি নগর আওয়ামী লীগের সদস্য ও বন্দরের ঠিকাদার।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন জামিন বাতিল করে তাকে পাঠানোর নির্দেশ দেন।

দায়েরকৃত মামলায় গত ১৫ জানুয়ারি ইলিয়াছ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাকে ৩ দিনের জামিন দেন। বুধবার তিনি নির্ধারিত দিনে আদালতে হাজির হলে বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন করে। দু’পক্ষের বক্তব্য শুনে আদালত ইলিয়াছের জামিন বাতিল করেন।

গত ২৮ ডিসেম্বর বারিক বিল্ডিং এলাকায় অবস্থিত চট্টগ্রাম বন্দর মেরিন ওয়ার্কশপের উপ-প্রকৌশলী এমদাদুল হক ও নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিনকে মারধর করেন ওই আওয়ামী লীগ নেতা। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাব টেন্ডার একটি সিন্ডিকেটকে কেন দেয়া হচ্ছে তা জানতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি দুই কর্মকর্তার ওপর চড়াও হন।

এ ঘটনায় ইলিয়াছের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাদীপক্ষের আইনজীবী সাবেক পিপি আবুল হাশেম যুগান্তরকে জানান, বন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আদালত আওয়ামী লীগ নেতা ইলিয়াছের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন