বেনাপোল বন্দর দিয়ে বিশেষ শতে ভারতে রফতানি হচ্ছে পাটও পাটপন্য

  18-01-2017 07:58PM

পিএনএস, এম এ রহিম, বেনাপোল : ভারত সরকার বাংলাদেশি পাটজাত পণ্যে উচ্চ হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ বিশেষ শর্তে শিতিল করেছে। ফলে বেনাপোল স্থলপথে শুরু হয়েছে পাটও পাটজাত পন্য রফতানি। বুধবার বিকাল সাড়ে৪টা পর্যন্ত বেনাপোল বন্দর থেকে ৮৭ট্রাক পাট পন্য ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করেছে বলে জানান বন্দর পরিদর্শক রবিউল ইসলাম।

ভারতের আমদানিকারক সমিতির পক্ষে হাইকোর্টে একটি রিট দাখিল করায় আগামী ১৪ফেব্রয়ারি পর্যন্ত পূর্বের ন্য্য়া পাট ও পাটজাত পন্য রফতানি হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। তবে কাচা পাট রফতানিতে শর্তশিথিল থাকবে বলে জানান বন্দর ব্যাবহারকারীরা-

যেখানে প্রতিদিন স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রফতানি হতো প্রায় দেড় থেকে২শ ট্রাক পাট ও পাটজাত পন্য। দীর্ঘ ১১দিনপর বুধবার গেছে ৮৭ট্রাক পাট ও পাট পন্য। আশার আলো দেখছেনন রফতানিকারকরা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন