সরাইলে ইউএনওকে সংবর্ধনা

  19-01-2017 03:15PM


পিএনএস, সরাইল, (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ পাওয়ায় গত বৃহস্থপতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে, উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম, উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা মো:আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন , সরাইল সদও ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিছ আলী উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সাধারন সম্পদক হাজী মাহফুজ আলী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এস এম ফরিদ উদ্দিন প্রমুখ।উল্লেখ্য,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮ জন ইউএনও’র মধ্যে প্রথম, চট্টগ্রাম বিভাগে ১১ জন ইউএনও’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন। পরে জাতীয় পর্যায়ে ৮ বিভাগের সেরা ইউএনও দের মধ্যে জাতীয় পর্যায়ে সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন ।

তিনি ২০১৫ সালের ১৬ নভেম্বর সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার উপর উল্লেখযোগ্য কাজের মধ্যে এসএমসির সঙ্গে মতবিনিময় সভা, ঝরে পড়া রোধকল্পে, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ, মিড ডে মিল ও শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ, জার্সী ও ক্রীড়া সামগ্রী বিতরণ, পরিস্কার ও নিরাপদ পানির ব্যাবস্থা নিশ্চিতকরণ,শ্রেনিকক্ষে ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্নতা রাখা, বিদ্যালয়ের সমাবেশে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া, প্রতিষ্ঠানকে আকর্ষনীয় করার লক্ষে ফুলের বাগান করা, শ্রেণীকক্ষে ঝুড়ি স্থাপন ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্ন দল গঠন, বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ ও সীমানা প্রাচীর নির্মাণ ও বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তিকরণ এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয সাধারণ লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করে প্রশংসিত হয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন