গাইবান্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালিত

  19-01-2017 06:09PM

পিএনএস, গাইবান্ধা : মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কোরআন খতম, বর্ণাঢ্য র্যালী এবং দুপুরে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মাস্টার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, রেজাউল হক চৌধুরী, পলাশবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলার সহ-দপ্তর সম্পাদক ফরহাদ আলম ডাবলু, শাকিল ইসলাম পাপুল, মুসা আহমেদ, মকসুদ মিয়া, শফিকুল ইসলাম স্বপন, হারুন রশিদ রাহাদ, বিপুল কুমার দাস, ঝর্না মান্নান, অ্যাড. শাহনেওয়াজ খান, আব্দুর রাজ্জাক ভুটটু, রাগিব চৌধুরী, মামুনুর রশীদ, অধ্যাপক জিয়াউর রহমান বকসী সুইট, সাজ্জাদ হোসেন পল্টন, হুনান হক্কানী, মোস্তাক হোসেন ডলার, আবু নাসের টিপু, মিজানুর রহমান মিজান, জামিল আহসান জামিল, অ্যাড. সালা উদ্দিন কাশেম, জসিম উদ্দিন খান, সাইদুর রহমান, তারেকুজ্জামান তারেক, রুবী বেগম, তমা বেগম, মায়া রাণী, লাইলী বেগম, নাজনিন, মুনমুন রহমান, অধ্যাপক এসএম জহুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন