রামগঞ্জে ৬০ হাজার টাকা নবজাতক বিক্রির অভিযোগ

  19-01-2017 07:31PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর আঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে ৬০ হাজার টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। নবজাতকের মা শাহানাজ বেগম ফতেহপুর গ্রামের অলি ছকিদার বাড়ির মৃত বাবুল হোসেনের মেয়ে এবং রাজশাহী জেলার জুয়েল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭মাসের গর্ভবর্তী শাহানাজ বেগম ৩ মাস পুর্বে ২ সন্তান নিয়ে পৌর আঙ্গারপাড়া গ্রামের আনোয়ার পটোয়ারীর বাসা ভাড়া নিয়ে উঠে। বুধবার বিকেলে ওই বাসাতেই পুত্র সন্তান জম্ম হলে এলাকার কিছু লোক সন্তানটি ক্রয় করতে আসে।

বৃহস্পতিবার সকালে ৬০ হাজার টাকা দিয়ে পৌর দেওয়ান বাড়ির প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী নুপুর বেগম সন্তানটি নিয়ে যায় বলে এলাকাবাসী দাবী করেছে।

এ ব্যাপারে নবজাতকের মা শাহানাজ বেগম বলেন,আমার স্বামী জুয়েল হোসেন একজন মাদকসেবী হওয়ায় ২ সন্তান নিয়ে সংসার চালাতে না পারায় সন্তানটি আমি বিক্রি করেছি স্বামীর সাথে যোগাযোগ করেই সন্তানটি বিক্রি করেছি।
মুঠোফোনে নবজাতকের পিতা জুয়েল হোসেন বলেন, ২ সন্তানসহ আমার স্ত্রী শাহানাজ বেগম তার পিতার বাড়িতে থাকে। আমি রাজশাহীর বাড়িতে থাকাতে প্রতিমাসে স্ত্রী-সন্তানের খাওয়ার টাকা পাঠিয়ে দিচ্ছি। সন্তান বিক্রির বিষয়টি আমাকে কিছুই বলেনি সেই।

বাসার মালিক আনোয়ার হোসেন পাটোয়ারীর পুত্র হাসান আলম বাবু বলেন, সন্তান বিক্রি সংবাদ শুনে থানার এস.আই আশ্রাফ হোসেন এবং এ.এস.আই শরীফুল ইসলামসহ কয়েকজন পুলিশ বুধবার রাতে বাসা উপস্থিত হয়ে পরিস্থিতি জেনে চলে যায়।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া বলেন, নবজাতকের মা আমার ইউপির হলেও কি কারনে সন্তান বিক্রি করছে,তা জানি না।

রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে আমি কিছু জানি না। সন্তান বিক্রি বিষয়টি আমাকে থানার অফিসার কিংবা বাসার মালিক বা স্থানীয়এলাকাবাসী কেউ বলেনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,অভাবের তাড়না নাকী পারিবারিক সমস্যার কারনে সন্তান বিক্রি করছে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন