লিটন হত্যা মামলায় জামায়াত নেতার ছেলে জেলহাজতে

  20-01-2017 07:40AM

পিএনএস, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলামকে এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সুন্দরগঞ্জ থানা পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখায়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ সময় সাইফুলের সঙ্গে আরো পাঁচজন সন্দেহভাজন জামায়াত-শিবির নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমপি লিটন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানান, সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে সাইফুলকে নিখোঁজ দাবি করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সন্ধান চাওয়া হয়।
সাইফুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘গত ১০ জানুয়ারি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বড়বোনের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকেই তার পরিবার সাইফুলের সন্ধান পাওয়া যাচ্ছিল না’।
এ নিয়ে তার স্ত্রী হালিমা বেগম দিনাজপুর কোতোয়ালী থানায় জিডি করে এবং বুধবার সাইফুলের মা রেবেকা বেগম ছেলের সন্ধানের দাবিতে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এখন পর্যন্ত এমপি লিটন হত্যা মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার দেখানো হল। ফলে মোট আটককৃতের সংখ্যা দাঁড়াল ৭৬ জন।
এদিকে এমপি লিটন হত্যা ঘটনার ২১ দিন পরও মামলার কোনো অগ্রগতির না হওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা চলছে।
এ বিষয়ে পুলিশও মুখ খুলছে না। তবে পুলিশের একটি সুত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আলোর সন্ধান পাওয়া যেতে পারে।
এমপি লিটন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
অন্যদের মধ্যে জেলা আ’লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, গাইবান্ধা শহর আ’লীগ সভাপতি ও মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন