শীতার্তদের পাশে তানোরের ইউএনও শওকাত আলী

  20-01-2017 12:14PM



পিএনএস, রাজশাহী: বরেন্দ্র অঞ্চলে জেঁকে বসেছে শীত। হত-দরিদ্র জনগোষ্ঠীর পরিবারে রাতের ঘুম‘হারাম! এ যখন বাস্তব অবস্থা। ঠিক সে-সময় তানোর উপজেলার ইউএনও ‘শওকাত আলী’মহৎ উদ্যোগ নিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে বাস্তব অবস্থা প্রত্যক্ষ করলেন এবং শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন।

সরজমিন উপজেলার তৃণমূলের অজপাড়া গা পাঁচন্দর, কালীগঞ্জ, কুঠিপাড়া ও গোল্লাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত পৌনে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী শওকাত আলী শীতার্ত মানুষের রাতের দূর্ভোগ প্রত্যক্ষ করতে শীতের সম্বল ‘কম্বল’ নিয়ে ছুঁটে গেলেন ঘরে ঘরে! পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড গোল্লাপাড়া গ্রাম, কালীগঞ্জের আদিবাসীপাড়া পরতে পরতে ঘুরে শীতার্ত মানুষের দূর্ভোগ প্রত্যক্ষ করলেন তিনি। এ সময় হত-দরিদ্র ৩০ পরিবারে (বিধবা, প্রতিবন্ধী ও অসহায়) ঘুমন্ত লোকজনকে ডেকে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও শওকাত আলী! এ যেন পরম পাওয়া। কম্বল পেয়ে খুশিতে আত্মহারা গোল্লাপাড়া গ্রামের মৃত আকালা ভূঁইমালীর স্ত্রী বিমলা ভূইমালী। তিনি ইউএনও বললেন, ‘বেঁচে থাকো বাবা। ভগবান তোমাকে ব্যাঁচা রাখুক।’

প্রতিবন্ধী ফারজানা খাতুনের মা মনোয়ারা বেগম বলেন, ‘জীবনে কোন দিন এভাবে কেউ আমার প্রতিবন্ধী মেয়েকে দেখতে আসেনি! কম্বল দেয়া তো দূরের কথা। ইউএনও স্যার আমাদের বাড়িতে এসেছে তাতেই আমরা খুব খুশী হয়েছি।’

কম্বল প্রাপ্তরা হলেন, প্রতিবন্ধী তপতী বিশ্বাস, লবাণী রজক, উষা ঘোষ, সুনীতা ঘোষ, সাগরী, মালতী, মনোয়ারা প্রমুখ। এসব দরিদ্র শীতার্ত মানুষের রাতের কষ্ট দেখে ইউএনও শওকাত আলী দুঃখ প্রকাশ করে বললেন, ‘সরজমিনে না আসলে এসব শীতার্তদের দূর্ভোগ কেউ বুঝবে না। প্রশাসনের পাশাপাশি বৃত্তশালীরা শীতার্তদের পাশে এগিয়ে আসার এখনই সময়। তিনি আরো বলেন, এভাবে তৃণমূলে গিয়ে আরো কিছু কম্বল বিতরণ করা হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন