নওগাঁয় জায়গা দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  20-01-2017 08:23PM

পিএনএস, তানভীর চৌধুরী, নওগাঁ : নওগাঁয় একটি বিদ্যালয়ের খেলার মাঠের যায়গা দখল করে অবৈধ ভাবে রাস্তা নির্মাণের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মাননবন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে।

জানাগেছে, জেলার পত্নীতলায় উপজেলার খিরসিন এস.কে উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণ পার্শ্বের জায়গা দখল করে অবৈধ ভাবে রাস্তা নির্মাণের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় সংলগ্ন নজিপুর-বদলগাছি সড়কের খিরসিন মোড়ে প্রায় ঘণ্টাকাল ব্যাপি উক্ত মাননবন্ধন, সড়ক অবরোধ শেষে প্রতিবাদ সভা করে।

রাস্তা নির্মাণ বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক এ.এস.এম মোর্শেদ আলম, বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ডা: ফিরোজ-উজ-জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ, শহিদুল ইসলাম প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন