নওগাঁয় ১৪ বিজিবির আইন শৃংখলা সমুন্নত রাখার নিমিত্তে সভা অনুষ্ঠিত

  23-01-2017 08:21PM

পিএনএস, তানভীর চৌধুরী, নওগাঁ : ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) পত্নীতলার উদ্যোগে সোমবার বিজিবি ক্যাম্প চত্বর এলাকায় আইন শৃংখলা সমুন্নত রাখার নিমিত্তে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, জন প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সীমান্ত সমস্যা তুলে ধরে, সীমান্ত হত্যা, রাতে অবৈধ ভাবে সীমান্ত পারাপার, গবাদি পশু ও মাদক দ্রব্য চোরা চালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র চোরা চালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারনকে সতর্কীকরনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।

১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)এর অধিনায়ক লেপ্টেনেন্ট কর্ণেল আলী রেজা (ইঞ্জিনিয়ার্স) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)এর উপ-অধিনায়ক মেজর আশরাফ উজ্জামান, র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট এর অধিনায়ক মেজর আরাফাত, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা, ধামইরহাট, পোরশা, সাপাহারের উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যানগন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, ১৪ বিজিবি পত্নীতলার অন্যান্য জোয়ানরা ও এলাকার সূধীজন প্রমূখ। সভায় বক্তারা চোরাচালান রোধ কল্পে সকলের সমন্বয়ে আইন শৃংখলা সমুন্নত রাখার আহ্বান জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন