নদী ভাঙ্গন থেকে বসতবাড়িসহ ফসলি জমি রক্ষায় জনগণের উদ্যোগে

  24-01-2017 06:50PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীব্র ভাঙ্গন ঠেকাতে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি মৌজার কামারের ভিটা এলাকায় স্থানীয় জনগণ নিজেদের উদ্যোগে বাঁশের পাইলিং স্থাপন করছে।

জানা গেছে, ওই এলাকায় তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে ফসলী জমিসহ ৫ শতাধিক বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ভাঙ্গনের মুখে পড়েছে যোগাযোগের রাস্তাসহ হাজারও পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বসত-ভিটা, সহায়-সম্বল হারানো মানুষ নদীর ডান তীর বেঁড়িবাঁধসহ বিভিন্ন স্থানে মাথা গোঁজার ঠাই খুঁজছে। নদী ভাঙ্গন ঠেকাতে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে দীর্ঘদিন যাবত আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষ নিজেরাই গাছ, বাঁশ, অর্থ ও শ্রম দিয়ে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ গ্রহণ করেছে। তারা কামারের ভিটা এলাকায় বাঁশের পাইলিং নির্মাণ করে তিস্তা নদীর ভাঙ্গন ঠেকাতে নিরলস কাজ করে যাচ্ছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন