সরাইলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু

  18-02-2017 09:22PM

পিএনএস, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির উদ্দোগে গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা আড়াইটায় শুরু হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অফিসসূত্রে জানাযায়, উপজেলা যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা সদস্যদেরকে অবহিত করেন নাই বিধায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। বেলা ১২টায় উপজেলা নিবাহীৃ অফিসার সৈয়দা নাহিদা হাবিবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে উপস্থিত হয়ে কমিটির সদস্যদেরকে অবহিত না করার অপরাধে ক্ষমা প্রার্থনা করেন। সদস্যরা উত্তেজিত হয়ে বলেন সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্যই উপজেলা নিবার্হী অফিসার এমনটি করেছেন বলে সমালোচনার রোষানলে পড়িছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি আব্দুল্লাহ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আনে এবং ইউ এনও কার্যালয়ে সমাধানের লক্ষে মিটিং করে বেলা আড়াইটায় যাচাই বাচাই কার্যাক্রম শুরু করেন । অন লাইনে ১শত ৮৪ জন আবেদনকারীর মধ্যে সন্ধা পর্যন্ত ৯জনের সাক্ষাতকার নেয়া হয়েছে বাকীদের আগামী ৪মার্চ অনুষ্ঠিত হওয়ার গোষনা দেয়া হয়েছে।যাচাই বাচাই কমিটির হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি দায়িত্তে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি কাজী মফিজুল ইসলাম, উপজেলা কমান্ডর ইসমত আলী, ডেপুডি কমান্ডার আনোয়ার হোসেন এবং সদস্য সচিব ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা । এছাড়া ৯ জন ইউনিয়ন কমান্ডার ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন