রেলপথে প্রথম বেনাপোলে এলো ২৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা

  19-02-2017 08:41PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা প্রথমবারের মতো রেলপথে বাংলাদেশে এসেছে। নারায়ণগঞ্জ ও নরসিংদীর দু’টি প্রতিষ্ঠানের নামে আসা এই কাঁচা তুলা রোববার সকালে খালাসের প্রক্রিয়া শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৪২টি বগি বোঝাই তুলা নিয়ে ভারত থেকে ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছায়। রেলওয়ের বেনাপোল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, এখানে আমদানি পণ্য খালাসের (আনলোড) সুব্যবস্থা না থাকায় যশোরে খালাস করতে হবে। সেখান থেকে আমদানিকারকরা কাঁচা তুলা তাদের গন্তব্যে নিয়ে যাবেন।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, রেলপথে আমদানি-রফতানি গতিশীল করতে হলে বেনাপোল বন্দরে অবকাঠামো উন্নয়ন করতে হবে। এর আগে রেলপথে ভারত থেকে বেনাপোলে মাসে দু’একটি শুধুমাত্র সারের চালান এসেছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন