ট্রেনের ৬৭০ লিটার তেলসহ ৫ জন গ্রেফতার

  21-02-2017 08:37PM

পিএনএস: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার ডিজেলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ললিতনগর স্টেশনের পাশে জামাল উদ্দীনের স্টোর রুম থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

এসময় ইঞ্জিন থেকে ডিজেল চোরাকারবারী চক্রের সদস্য সদর উপজেলার আমনুরা কলোনীপাড়ার আবদুল মান্নানের ছেলে জামাল উদ্দীন (৪০), একই এলাকার মৃত জনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩০), আমনুরা বাজারের মৃত নজরুলের ছেলে আবদুল মালেক (৩৫), একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে জালাল উদ্দীন (৪৪), আমনুরা বালিকাপাড়ার মৃত আরমান আলীর ছেলে দুলাল উদ্দীনকে (৩৯) গ্রেফতার করে র‌্যাব ।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এএসপি একেএম এনামুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ললিতনগর স্টেশনের পাশে জামাল উদ্দীনের স্টোর রুমে অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার ডিজেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় ট্রেনের ইঞ্জিন থেকে তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত পাইপ, টিনের ড্রাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন