গাইবান্ধায় মাতৃভাষা দিবস পালিত

  21-02-2017 09:27PM

পিএনএস, গাইবান্ধা : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে গাইবান্ধায় একুশের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রভাত ফেরি বের হয়ে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া পৌর শহীদ মিনার চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন