পাইকগাছায় মাতৃভাষা দিবস পালিত

  21-02-2017 10:03PM

পিএনএস,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালভাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি পালনে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল-একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া প্রভাতফেরী, আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। পৌরসদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী-শিক্ষক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ প্রভাতফেরী শেষে উপজেলা পরিষদস্থ শহীদ স্মৃতিস্থম্ভ চত্ত্বরে মিলিত হন। এখানে বঙ্গবন্ধুর ভাষ্কার্যে মাল্যদানের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলাম এর পরিচালনায় শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, ওসি মারুফ আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যাক্ষ মিহির বরন মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আঃ গফ্ফর ও প্রভাষক মাসুদুর রহমান মন্টু প্রমুখ।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আ.লীগের আলোচনাসভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের পরিচালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি-অ্যাড. সোহরাব আলী সানা।

সভায় দলীয় ও অঙ্গসংগঠনের মধ্যে উপজেলা, ইউনিয়ন, পৌরসভার নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. চিত্তরঞ্জন সরকার, মাসুমা খাতুন, শফিকুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এস এম রেজাউল হক, জি এম ইকরামুল হক, শিয়াবু উদ্দীন ফিশেখ বুলু, হারুনুর রশিদ হিরু, হেমেশ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, শফিকুল ইসলাম, জাকির হোসেন, নছিমা খাতুন, রওশনারা খাতুন, ইউপি সদস্য রাধিকা গোলদার ও অলোকা সানা প্রমুখ। অন্যদিকে অনুরূপভাবে উপজেলার বাণিজ্যিক কপিলমুনিসহ অন্যান্য ইউনিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন