তানোরে মহান শহীদ দিবস পালিত

  21-02-2017 10:18PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় নানা কর্মসূচীর মাধ্য দিয়ে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে সকালে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শপথবাক্য পাঠ, উপজেলা চত্বরে পাখির অভয়াশ্রম ঘোষণা এবং তিনদিন ব্যাপি বই মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও রাজশাহী-১ সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলা শহীদ মিনার চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে উপজেলা শিক্ষকলা একাডেমী শিল্পীরা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,কবিতা আবৃত্তি, নাচ ও অভিনয় উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো: আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান মো: লুৎফর হায়দার রশীদ ময়না, সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, বারসিক বরেন্দ্র অঞ্চল আহবায়ক পরিবেশ পদক প্রাপ্ত কৃষক মো: ইউসুফ মোল্লা, যুব পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো: লুৎফর রহমান, উপদেষ্টা আদর্শ কৃষক নূর মোহাম্মদ, তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি মো: শহিদুল ইসলাম, সহযোগী গবেষক অমৃত কুমার সরকার, শহিদুল ইসলাম শহিদ,শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক আউয়ূব আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন