ডিবির দুটি অভিযানে আটক ৭

  22-02-2017 09:25AM


পিএনএস, বরিশাল: বরিশালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ডিবির উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ও দেলোয়ার হোসেন এবং তাদের ফোর্স এ অভিযান দুটি পরিচালনা করে।

এসআই মো. নূরে আলম কোতোয়ালী মডেল থানাধীন শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সামনে অভিযান চালায়।

এ সময় আটক করা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকার ছালাম মুন্সীর ছেলে মো. বাদল মুন্সী (৩০) ও একই উপজেলার দেবপুর এলাকার মো. রফিবুল ইসলাম হাওলাদারের ছেলে মো. কাইয়ুম ইসলাম সম্রারাটকে (২৩)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একই নম্বরের ৫ হাজার টাকা মূল্যের ২টি বৈদেশিক নোট পাওয়া যায়। যার একটি আসল ও একটি নকল নোট।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর অভিযানে এসআই মো. দেলোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানাধীন আবাসিক হোটেল তিতাসে অভিযান পরিচালনা করেন।

সেসময় বিএমপি অধ্যাদেশ ৭৭ ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় বরিশালের বাবুগঞ্জের মো. জামাল হোসেন (২৬), ঝালকাঠির নলছিটির মো. মারিয়াজ হাওলাদার (৩২), বরিশালের বাকেরড়ঞ্জের সুভল হাওলাদার (২৫), বরিশালের খানপুরার মুক্তা আক্তার (২০) ও ঝালকাঠির কৃষ্ণকাঠীর কলি আক্তারকে (২২) আটক করা হয়।

পরে তাদের বিএমপি অধ্যাদেশের ১০৪ ধারা মোতাবেক গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন