নাসিরনগর দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

  22-02-2017 09:15PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। এ নিয়ে গ্রামের মাতব্বররা আজ মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজনের সঙ্গে আক্কাছ আলীর লোকজন সংঘর্ষ বাধে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত সাদ্দাম, সোহেল, মঞ্জু মিয়া, শরীফ মিয়া. নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, এনায়েত মিয়াসহ অন্তত ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন