সাড়ে ছয় মাস পর রবিন খানের মরদেহ উত্তোলন

  22-02-2017 09:40PM

পিএনএস: সাড়ে ছয় মাস পর কবর থেকে রবিন খান নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বরাটি গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, এ উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের আরফান খানের ছেলে রবিন খান গত বছর ১৬ আগস্ট গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কিন্তু রবিনের স্ত্রী রুবিনা বেগম তার স্বামীর মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন। পরে তিনি একই বছরের ৯ নভেম্বর টাঙ্গাইল আদালতে মামলা করেন।

মামলায় রবিনের দুই বড় ভাই আলম খান, রুবেল খান, বোনের জামাই আব্দুর রহমান ও এইক গ্রামের আব্দুল মালেককে আসামি করা হয়।

পরে আদালতের নির্দেশে সাড়ে ছয় মাস পর বুধবার দুপুরে বরাটি গ্রামের কবরাস্থান থেকে রবিন খানের মরদেহ উত্তোলন করে পুনঃময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানা পরিদর্শক তুহিন খান জানিয়েছেন।

এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও রবিনের স্ত্রী রুবিনা বেগম উপস্থিত ছিলেন।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন