বঙ্গবন্ধু বিমানবন্দরের জায়গা খোঁজা কাজ শেষ

  23-02-2017 06:54AM



পিএনএস, চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য জায়গা খোঁজার কাজ শেষ হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঢাকাকে প্রাচ্য ও পাশ্চাত্য বিমান চলাচলের কেন্দ্র করার জন্য বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সমীক্ষা চালানোর জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়। গত ১ অক্টোবর কাজ শুরু করে ইতিমধ্যে জরিপ শেষ করেছে প্রতিষ্ঠানটি। এখন জায়গা নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করছে। এই তালিকা থেকে একটি জায়গা নির্বাচন করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিমানবন্দর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন