শ্রীমঙ্গলের দু’টি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

  23-02-2017 02:49PM



পিএনএস, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের দু’টি বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দু’টি সততার স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন। দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক), উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগীতায় দুপুরে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সায়েক আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার দেব ও উপজেলা দুপ্রক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।

এর আগে সকালে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় উল্লেখীত অতিথিরা বক্তব্য রাখেন। উল্লেখ্য ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততা ঘরে তুলতে বিক্রেতা বিহীন লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী সততা ষ্টোরে মাধ্যমে বিক্রয় করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন