গাইবান্ধায় বিদ্যু বিভাগের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ সভা

  23-02-2017 05:50PM

পিএনএস, গাইবান্ধা : বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি বন্ধ, মিটার ছাড়া সেচ পাম্পের বিল বাতিল, তদন্ত রিপোর্ট ও গ্রাহকের সাথে চুক্তি বাস্তবায়ন, মিথ্যাবাদী দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার এবং সেচ পাম্প মালিকদের বিনামূল্যে মিটার সরবরাহ ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রদানকৃত অতিরিক্ত বিলের সমন্বয়কসহ ১৩ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নাট্য সংস্থা মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল, কৃষক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগটনের জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা, বাসদের গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক রেবতী বর্মণ, পল্লী বিদ্যুৎ সমিতির সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদার রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা এম. মতিন মোল্লা, জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী প্রমুখ।

বক্তারা বর্তমান পিডিবির দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী থাকাকালিন বিল প্রচারন না করার জন্য গ্রাহকের প্রতি আহবান জানান। তারা গত ৯ জানুয়ারী ২০১৭ তারিখে অনুষ্ঠিত ১৬৯২তম বিদ্যুৎ বিভাগের সাধারণ বোর্ড সভার সিদ্ধান্ত ৪টি বাস্তবায়নের দাবি জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন