বেনাপোলে পিস্তলও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  25-02-2017 12:31PM



পিএনএস, বেনাপোল: যশোরের স্থলবন্দর বেনাপোল সীমান্তের শিকড়ী এলাকা থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সিরাজুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসাযীকে আটক করেছে র্যা ব। সে শার্শা পান্তাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। তার বিরদ্ধে অস্ত্র মাদকসহ বিভিন্ন সমাজ বিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানায় পোর্ট থানা পুলিশ।

যশোর র্যা ব ৬ ক্যাম্পের স্কোয়ার্ড লিডার, রাব্বি হাসান জানান,শনিবার সকালে যশোর র্যা ব ৬ক্যাম্পের এ এসপি মো: খোদাদাদ হোসেন গোপন সংবাদে জানতে পারেন বেনাপোল সীমান্তের শিকড়ী এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে। এসময় তারা শিকড়ী এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ০১টি লোহার তৈরী বিদেশী পিস্তল ও ম্যাগাজিন-০১টি কালো রংয়ের ঝণগচঐঙঘণ মোবাইল সেট। এসময় র্যা বের উপস্তিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়। আটক অস্ত্র ব্যাবসায়ি সিরাজুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান,আটককৃত সিরাজুলকে শনিবার দুপুরে যশোর কোট হাজতে প্রেরন করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন