তৃণমূলের মানুষকে রক্ষায় একটি বাড়ি একটি খামার : শিল্পমন্ত্রী

  25-02-2017 10:45PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন তৃনমূল স্তরের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে গ্রাম ভিত্তিক মানুষের স্বনির্ভরতা আনতে এই প্রকল্প চালু করেছে। ইতোমধ্যেই একটি বাড়ি একটি খামার প্রকল্প আর্থিক ভাবে জননিরাপত্তার জন্য একটি বড় ভূমিকা পালন করছে।

শনিবার বিকেল ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মাঠে একাটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মাহাবুব হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সুলতান হোসেন খান, ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউনিয়ন চেয়ারম্যান একেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, বিআরডিবির জেলা কর্মকর্তা শ্যামা প্রসাদ দে, প্রকল্পের সদস্য কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন